সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, সকাল ৪:১২ সময়
অস্ত্র ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক
দেশীও অস্ত্র ও ইয়াবাসহ মনির ও তার স্ত্রী মনিরা আক্তারকে আটক করেছে দিনাজপুর র্যাব-১৩। আটককৃতরা হলেন বিরামপুর সীমান্তবর্তী কাটলা বাজারের আজাহার আলীর ছেলে ব্যবসায়ী মমিনুর ইসলাম (মনির) ও তার স্ত্রী মনিরা আক্তার।
র্যাব-১৩ জানায়, ৪ জানুয়ারি সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাব-১৩ এর অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যদের নিয়ে কাটলা বাজার সংলগ্ন মনিরের বাড়ীতে অভিযান পরিচালনা করে পিস্তল, গুলি ও একশ পিচ ইয়াবাসহ স্বামী-স্ত্রী দুই জনকে হাতেনাতে আটক করা হয়।
বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং র্যাবের করা অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আটককৃত দুই জনকে রবিবার সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে জানান।